স্টাফ রিপোর্টার:
দুই মাস নয় দিন (৬৯ দিন) পর দেশে করোনাভাইরাসে মৃত্যু আবারও এক শ পার হয়েছে। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৮ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১৬ এপ্রিল দেশে প্রথমবারের মতো মৃত্যু এক শ ছাড়ায়। সেদিন ১০১ জন মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর ১৯ এপ্রিল এক দিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়।
এদিকে মৃত্যু বাড়ার পাশাপাশি বেড়েছে শনাক্তের হারও। গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৬৯ জনের দেহে। শনাক্তের হার ২১.২২ শতাংশ।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ৮৬৯ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৬০ শতাংশ।
সেরা টিভি/আকিব