সেরা টেক ডেস্ক:
মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ ১১ নিয়ে দারুণ ঘোষণা এসেছে। বেশ কিছু নতুন সুবিধার মধ্যে অন্যতম হলো- উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনা মূল্যে নতুন অপারেটিং সিস্টেমে হালনাগাদ করতে পারবেন। এর জন্য অতিরিক্ত খরচের প্রয়োজন নেই।
কম্পিউটারে উইন্ডোজ ১১ ব্যবহারের জন্য প্রয়োজনীয় ন্যূনতম হার্ডওয়্যার থাকলে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। বাড়তি কিছু করার প্রয়োজন নেই। কেবল উইন্ডোজ আপডেট অপশন সচল রাখতে হবে।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে বেশ কিছু নতুন সুবিধা থাকছে। ইউজার ইন্টারফেসে বড় পরিবর্তনের পাশাপাশি স্টার্ট মেনু ঢেলে সাজানো হয়েছে। তা ছাড়া আমাজন অ্যাপ স্টোরের মাধ্যমে উইন্ডোজেই এখন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যাবে।
সেরা টিভি/আকিব