সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
১৯৭৫ সালে মুক্তি পাওয়া যশ চোপড়া পরিচালিত সিনেমা ‘দিওয়ার’। সে সময়ে বাণিজ্যিকভাবে সফল সিনেমার একটি। এটি অমিতাভ বচ্চনের জীবনের মাইলফলক ছবিও। এই সিনেমায় তার গিঁট বাধা নীল শার্ট তখন রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছিল। সবাই অমিতাভের মতো করে নীল শার্ট পরা শুরু করেছিল। এ আলোচনা সে সময় সবার মুখে মুখে।
কিন্তু এতো রেখে নীল শার্টই বা কেন পরেছিলেন অমিতাভ? আর পরলেনই যখন গিঁট বাধা ছিল কেন?
এ প্রসঙ্গে সম্প্রতি স্মৃতিচারণ করে তিনি একটি নতুন তথ্য জানিয়েছেন।
তার ২৭ মিলিয়ন ফলোয়ারের ইনস্টাগ্রামে ওই সিনেমার একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে জানান, আসলে ওটা কোনও ফ্যাশন নয়। কস্টিউম নির্মাতার ভুলেই ওই আইকনিক ফ্যাশন তৈরি হয়েছিল।
তিনি আরও জানান, প্রথম দিনের শ্যুটিংয়ে সবাই প্রস্তুত। ক্যামেরাও চালু। কিন্তু পরনে নীল শাটর্টি হাঁটু পর্যন্ত ঝুলছে। অনেক লম্বা।
পরিচালকও তখন অপেক্ষা করতে রাজি নন। এদিকে প্রোডাকশন টিমের কাছে অন্য শার্টও নেই। ফলে শার্টিটি গিঁট বেঁধেই শট দিতে হয়েছিল বিগ-বির। এই হলো নীল শার্ট(যা সে সময় ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল)-এর কাহিনী।
অমিতাভের কথায়, ‘বন্ধুরা, সেইসব দিন ছিল বটে।’
বিগ-বি’র এই পোস্টটিতে লাইক পরেছে প্রায় সাত লাখের মতো। মন্তব্য করেছেন, পাঁচ হাজার। কেউ কেউ লিখেছেন ‘হিস্টোরি … দিওয়ার স্টাইল… , ব্রিং ব্যাক হিস্টোরি…’।
সেরা টিভি/আকিব