এস এম সোলায়মান:
দেশের প্রাচীনতম ৬৫ বছরের পুরোনো কুমিল্লা থেকে প্রকাশিত নিরবিচ্ছিন্ন সাপ্তাহিক” আমোদ”র প্রতিষ্ঠাতা সম্পাদক ফজলে রাব্বীর
সহধর্মিনী ও পত্রিকাটির বর্তমান উপদেষ্টা সম্পাদক সামসুন নাহার রাব্বী
যুক্তরাষ্ট্রের নিউজার্সির জার্সি শোর ইউনিভার্সিটি মেডিকেলে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে—রাজেউন) মরহুম সামসুন নাহার রাব্বীর ছেলে সাপ্তাহিক আমোদ পত্রিকার
বর্তমান সম্পাদক বাকীন রাব্বী জানান, শনিবার বাদ জোহর নিউজার্সির ওশান কাউন্টির ইসলামিক সেন্টারে নামাজের জানাজা শেষে স্থানীয় মার্লবোরো কবরস্থানে তাকে দাফন করা হবে। শামসুননাহার রাব্বী ১৯৫৯ সাল থেকে স্বামীর হাতধরে সাংবাদিকতা শুরু করেন। ১৯৮৫ সালে তিনি সাপ্তাহিক আমোদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সন্তানদের সাথে বসবাস করছিলেন। সাংবাদিকতার জন্য তিনি দেশ ও বিদেশে বহু সম্মাননা পেয়েছেন। দেশের প্রবীনতম নারী সাংবাদিক শামছুন নাহার রাব্বীর মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন কুমিল্লাসহ দেশ ও প্রবাসের সাংবাদিক ও সুশীল সমাজ।
সেরা টিভি/আকিব