স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সোমবার থেকে শুরু হচ্ছে লকডাউন। আর এই খবরে কঠোর বিধি নিষেধের মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ।
শিমুলিয়া ফেরি ঘাটে রয়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়। প্রতিটি ফেরিতে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন হাজার হাজার মানুষ। এছাড়া বিভিন্ন মহাসড়কে বেড়েছে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড়। তবে ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও ভিড় নেই পাটুরিয়া ঘাটে। এদিকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ছোট যানবাহনে তিন থেকে চারগুন ভাড়া বেশি দিয়ে রাজধানীতে আসছে অনেকে।
রাজধানীর আশপাশের সাত জেলায় চলছে সাতদিনের কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে দূর পাল্লার বাস। এঅবস্থায় সোমবার থেকে লকডাউনের খবরে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। গাদাগাদি করে এক ফেরি উঠছে হাজারও মানুষ। রক্ষা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
ভিড় বেড়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। গণপরিবহণ না থাকায় ব্যক্তিগত ও ছোট যানের পাশাপাশি ট্রাকে চড়ে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা মানিকগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও তেমন ভিড় নেই শিমুলিয়া ফেরি ঘাটে।
এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যে আজও ঢাকায় আসছেন অনেকে। গণপরিবহণ না থাকায় মোটরসাইকেল ও থ্রিহুইলারে চড়ে গুনতে হচ্ছে তিন চারগুন বেশি ভাড়া।
অন্যদিকে খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ময়মনসিংহ, গোপলগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্নস্থানে লকডাউন ও কঠোর বিধিনিষেধ চলছে ঢিলেঢালা ভাবে। নানা অযুহাতে বাইরে রেব হচ্ছে মানুষ। মানছে না স্বাস্থ্যবিধি।
সেরা টিভি/আকিব