মেজর সিনহা হত্যা: আলোচিত ওসি প্রদীপসহ ১৫ আসামির বিচার শুরু - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
মেজর সিনহা হত্যা: আলোচিত ওসি প্রদীপসহ ১৫ আসামির বিচার শুরু - Shera TV
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মেজর সিনহা হত্যা: আলোচিত ওসি প্রদীপসহ ১৫ আসামির বিচার শুরু

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল।

রবিবার সকালে কড়া নিরাপত্তায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় ওসি প্রদীপসহ চার্জশিটভূক্ত ১৫ আসামিকে। শুনানি শেষে বিচারক ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

এদিকে এ মামলায় আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, এসআই নন্দদুলাল রক্ষিত ও কনস্টেবল সাগর দেবের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সাবেক ওসি প্রদীপ ও এসআই নন্দদুলালের জামিন চেয়ে গত ১০ জুন আদালতে আবেদন জানানো হয়েছিল। কিন্তু ওইদিন আদালতে নথি উপস্থাপন না হওয়ায় শুনানির দিন ধার্য করা হয়নি। ১৩ জুন এ নিয়ে পুনরায় আদালতে আবেদন করা হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য আজ ২৭ জুন দিন ঠিক করেন।

এ মামলায় অভিযুক্ত কনস্টেবল সাগর দেব গত ২৪ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।

গত বছরের ৩১শে জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত ১৩ই ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা সাবেক ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়া হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অপর ১২ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360