স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের পাটগ্রাম শমসের নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত রিফাত ইসলাম ওই ইউনিয়নের মুন্সিপাড়া নাজিরগোমানী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৯ জুন) ভোর রাতে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের ১নং সাব পিলারের পাশ দিয়ে রিফাতসহ ১০/১২জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করে। এসময় ভারতর কোচবিহার জেলার রাণীনগর ১৪০ বিএসএফের চুংগুয়ারখাতা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। পরে সকালে সেখান থেকে বিএসএফ সদস্যরা তার মরদেহটি টেনে নিয়ে যায়।
এ বিষয়ে বিকালে বিজিবি-বিএসএফের মধ্যে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রংপুর ৬১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেরা টিভি/আকিব