স্টাফ রিপোর্টার:
চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে সারা দেশের ইউনিয়ন পরিষদের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সরকার বিভাগের এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে।
উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সারা বিশ্বের ন্যায় করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় আইন-২০০৯ এর ১০১ ধরা মোতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহের দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো।
সেরা টিভি/আকিব