স্টাফ রিপোর্টার:
কঠোর বিধিনিষেধ চলাকালে শুক্র-শনির পাশাপাশি রবিবারও বন্ধ থাকবে সকল বাণিজ্যিক ব্যাংক। সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের মধ্যেও খোলা থাকবে ব্যাংক। তবে, পহেলা জুলাই ব্যাংক হলিডে ও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া কঠোর বিধিনিষেধ চলাকালে প্রতি রবিবারও ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংক খোলা থাকবে সোম থেকে বৃহস্পতিবার।
প্রজ্ঞাপনে বলা হয়, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে, লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে তিনটা পর্যন্ত। মহামারির মধ্যে ব্যাংকিং সেবা প্রদানের জন্য সীমিত লোকবলের মাধ্যমে শাখার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি জেলা সদর ও উপজেলায় রাষ্ট্রীয় ব্যাংকের ১টি করে শাখা খোলা রাখতে হবে।
বেসরকরি ব্যাংকগুলো জেলা সদরে ১টি এবং সদরের বাইরে সর্বোচ্চ ২টি শাখা চালু রাখতে পারবে। এছাড়া বিধিনিষেধে চালু থাকবে শিল্প কারখানা, কাস্টমস ও বন্দরের কার্যক্রম।
সেরা টিভি/আকিব