অতীতের সকল রেকর্ড ভেঙ্গে করোনায় একদিনে ১৪৩ জনের মৃত্যু - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
অতীতের সকল রেকর্ড ভেঙ্গে করোনায় একদিনে ১৪৩ জনের মৃত্যু - Shera TV
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

অতীতের সকল রেকর্ড ভেঙ্গে করোনায় একদিনে ১৪৩ জনের মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:

অতীতের সকল রেকর্ড ভেঙ্গে করোনায় একদিনে ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশের এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে। এর আগে, গেল ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৫৬৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩০১ জনের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৮ হাজার ৮২২ জন। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা দেশে শনাক্তের ৪৮১তম দিনে এসে নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ২৫.৯০ শতাংশ। আর পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৩.৮৮ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। সে হিসেবে দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৮ শতাংশ।

৩০ জুন সকাল ৮টা থেকে ১লা জুলাই সকাল ৮টা পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ১৪৩ জনের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫৩ জন নারী। এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৪ হাজার ৬৪৬ জনের মধ্যে ১০ হাজার ৪১৫ জন পুরুষ এবং ৪ হাজার ২৩১ জন নারী। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গেল ২৪ ঘন্টায় বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে উপরে খুলনা বিভাগে। এ বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। ঢাকা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৭ এবং ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৬৪ হাজার ৭৬৬ জনের। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১৮ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। বিপরীতে সারা বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন করোনায় একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360