স্টাফ রিপোর্টার:
কঠোর লকডাউনের মধ্যেও আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে স্বল্পসংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সব অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসটি জানায়, শুধু আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার—এই তিন গন্তব্যে স্বল্পসংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে শুধু বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন।
বাতিল ফ্লাইটগুলোর টিকিটধারী যাত্রীরা তাঁদের টিকিটের মাধ্যমে অতিরিক্ত চার্জ ছাড়াই পরে বিমানের আসন খালি থাকা সাপেক্ষে ভ্রমণের সুযোগ পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশের অভ্যন্তরীণ রুটে ১ থেকে ৭ জুলাই ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে গতকাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক প্রজ্ঞাপনে জানানো হয়। তবে ত্রাণ ও চিকিৎসাকাজে ব্যবহৃত ফ্লাইট ও কার্গো ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। প্রবাসী কর্মীরা ফ্লাইটের টিকিট দেখিয়ে গাড়ি নিয়েও চলাচল করতে পারবেন।
সেরা টিভি/আকিব