স্টাফ রিপোর্টার:
শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিসহ পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। আর ভারি বর্ষণের ফলে চট্টগ্রামসহ পাহাড়ী এলাকায় ভূমিধস হতে পারে। অধিদপ্তর জানায়, শুক্রবার ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আজ ও আগামীকাল শনিবার দেশজুড়ে ভারি বর্ষণ হতে পারে।
সেরা টিভি/আকিব