স্টাফ রিপোর্টার:
অনুরোধের পরেও ঈদুল ফিতরে মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন জায়গায় যাওয়ায় দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গেল ঈদে যদি মানুষ যার যার জায়গায় অবস্থান করত তবে এত উদ্বেগজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ হতো না।’
তিনি বলেন, ‘ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। যত টাকা লাগে দেওয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে। সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। আমরা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেব। বেশি মূল্যে কেনা হলেও জনগণ বিনামূল্যেই পাবেন করোনার টিকা।’
করোনার বিস্তারের কারণে শুধু লেখাপড়ার জন্য শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া কতটুকু যুক্তিসঙ্গত হবে সে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা সংক্রমণ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্র-ছাত্রীদের মৃত্যুর মুখে ঢেলে দিতে পারে না সরকার। এসময় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি বাংলাদেশ অর্জন করেছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য একটি মানুষও গৃহহীন থাকবে না, আর তা বাস্তবায়নেই কাজ চলছে।
সেরা টিভি/আকিব