স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ভোর ৪টায় কোপার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া। লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডরের। ম্যাচ শুরু সকাল ৭টায়।
কোপা আমেরিকায় শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। শুরু হয়ে গেছে কোয়ার্টারের যুদ্ধ। কোপার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এখনো পর্যন্ত কোপায় শিরোপার দেখা না পাওয়া ইকুয়েডর। হেড টু হেডে ইকুয়েডরের থেকে বেশ এগিয়ে আলবিসেলেস্তেরা। মুখোমুখি হওয়া ১৮ ম্যাচের ১০টিতেই জয় মেসিদের। বিপরীতে মাত্র ৩ ম্যাচে জয় পেয়ছে দি ট্রাইকালারেরা।
মেসিদের সাম্প্রতিক ফর্মও ইর্ষনীয়। শেষ ১৭ ম্যাচ ধরে অপরাজিত আকাশী নিলরা। সর্বশেষ হারটা ছিলো কোপাতেই। ২০১৯ এর সেমিতে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিয়েছিলো তারা। এরপর আর হারেনি লিওনেল স্কলানির দল। এছাড়াও গ্রুপ পর্বে তিন গোল ও দুই এসিস্টে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক মেসিকে নিয়ে আলাদা করে ভাবতে হবে ইকুয়েডরকে।
এদিকে ব্রাজিলের সাথে ড্র করে কোয়ার্টারে জায়গা পাওয়া ইকুয়েডরের চান্স কম থাকলেও আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবেনা তারা। এনজেল মিনা, রোমেরোদের নিয়ে গড়া দলটা বেশ শক্ত। তাই ম্যাচের ফলাফল নিয়ে আশাবাদী ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফেরো।
আরেক ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে সুয়ারেজের উরুগুয়ে। কোপার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা এবারের টুর্নামেন্টে হারিয়ে খুজছে নিজেদের। গ্রুপ পর্বে দুই জয় থাকলেও ফর্মে নেই দলের দুই তালিসমান সুয়ারেজ ও কাভানি। এ ম্যাচে তাই দুই ফরোয়ার্ডের ফর্মে ফেরার আশায় থাকবেন কোচ অস্কার তাবারেজ।
কিন্তু হেড টু হেডে এগিয়ে আছে লা সেলেস্তারাই। ১৮ বারের দেখায় ১০ ম্যাচেই জয় সুয়ারেজদের। ৫টিতে জিতেছে কলম্বিয়ানরা। কাগজে কলমে এগিয়ে থাকলেও সেমিতে উঠার লড়াইয়ে দু’দলের ফাইটটা হবে দেখার মত। গ্রুপ পর্বে চার ম্যাচে এক জয় পাওয়ায় দলের ফরোয়ার্ডদের নিয়ে ভাবনায় কলম্বিয়ান কোচ রুয়েদাকে। তবে শেষ হাসিটা কার হয় তা সময়ই বলে দেবে।
সেরা টিভি/আকিব