স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ কার্যকরে চতুর্থ দিনেও মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব-এর সদস্যরা। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে।
রবিবার অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ দেখা গেছে। বিনা প্রয়োজনে বা যুক্তিসংগত কারণ ছাড়া কেউ যেন চলাচল করতে না পারে, তা নিশ্চিতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দারুস সালাম জোনের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) ইত্তেখায়রুল বলেন, যারা প্রজ্ঞাপনের আওতায় পড়ছে তাদের আমরা যেতে দিচ্ছি। আর যারা আওতার বাইরে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নিচ্ছি। অনেক ব্যক্তিগত গাড়ি বিনা প্রয়োজনে বের হচ্ছে তাদেরকে আমরা মামলা দিচ্ছি।
রিকশায় কিংবা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ। বিধিনিষেধে এমনিতেই যানবাহন বন্ধ, তারওপর বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। আছে নানা অভিযোগও। করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে বিধিনিষেধ কার্যকরে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতসহ অভিযান পরিচালনা করছে র্যাব।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিনদিনে র্যাব সারা দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। টহল পরিচালনা করেছে। এই প্রেক্ষিতে যারা বিধিনিষেধ অমান্য করেছে এরকম প্রায় সাত শতাধিক লোককে আইনের আওতায় এনেছি এবং প্রায় ছয় লক্ষাধিক টাকা জরিমানা করেছি। বিধিনিষেধ মানাতে কাজ করছে সেনাবাহিনীও। রবিবার দুপুরে মহাখালী, মধুবাগ ও মগবাজারে টহল ও অভিযান চালায় তারা।
আইএসপিআর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, আমরা দেখেছি জনগণএর মধ্যে আইনের প্রতি একটা শ্রদ্ধা আছে। আর যারা আইন মানছে না তাদেরকে জায়গা ভেদে জরিমানা, গ্রেপ্তার এবং সতর্ক করে যাচ্ছি।
সেরা টিভি/আকিব