স্টাফ রিপোর্টার:
ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা ১৪ই জুলাই পর্যন্ত অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দেশে প্রবেশ করতে পারবেন। আজ রবিবার (৪ জুলাই) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে একথা জানানো হয়।
বুলেটিনে আরও জানানো হয়, দেশে করোনা পরিস্থিতির কোন উন্নতি হয় নি। করোনা পরীক্ষার কিটের কোন সংকট নেই। অক্সিজেন সংকটে করোনা রোগীদের মৃত্যু অভিযোগ তদন্ত কমিটি যাচাই করে দেখছে। অন্যদিকে প্রবাসী শ্রমিকদের নিবন্ধনের পর মোবাইলে এসএমএস পেলে নির্ধারিত টিকা কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে জ্বরের রোগীদের করোনা টেস্টের পাশাপাশি ডেঙ্গু টেস্টের পরামর্শও দেয়া হয়।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র প্রফেসর ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণ অনুমোদিত স্থলবন্দর বেনাপোল, আখাউরা, বুড়িমারি, দর্শনা ও সোনা মসজিদ বন্দর দিয়ে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১লা জুলাই থেকে ১৪ই জুলাই পর্যন্ত এই আদেশ বলবত থাকবে।’
সেরা টিভি/আকিব