স্পোর্টস ডেস্ক:
নিশ্চিত হয়ে হয়ে গেছে ইউরোর সেমিফাইনালের লাইন-আপ। মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের দুইটি ম্যাচ।
একদিন আগেই নির্ধারণ হয়েছে ইউরোর হাই ভোল্টেজ সেমিফাইনালের দুই দল। চারবারের বিশ্ব চ্যাম্পিন ইতালির মুখোমুখি তিনবারে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুই সেমিফানালের মধ্যে এই ম্যাচটা নিয়েই ভক্তদের আগ্রহ সবেচে বেশি, কারণ দুইটা দলই এবার হট ফেভারিট। যদিও পারফরমেন্সের বিচারে কিছুটা এগিয়ে আছে ইতালি।
আরেক ম্যাচে চমক দেখানো ডেনমার্কের মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। থ্রিলায়ন্সরা ফেভারিট হলেও ডেনিসদের পারফরমেন্স ভয় ধরাচ্ছে বেশ।
সেরা টিভি/আকিব