বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে আক্রান্ত ৩৯ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে আক্রান্ত ৩৯ - Shera TV
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে আক্রান্ত ৩৯

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতলেই ৩৮ জন রয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি মাত্র একজন।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিক্যাল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‌‘দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২০ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ভেতরে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতলে ১১৭ জন রোগী ভর্তি। ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি তিনজন রোগী।’

আর গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৪ জন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360