স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কাল মাঠে নামবে নেইমারের ব্রাজিল। সেলেসাওদের প্রতিপক্ষ প্যারাগুয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়া পেরু। রিও ডি জেনেরিওতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর ৫টায়। এবারের কোপা আমেরিকায় যেন উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টটাও হচ্ছে ওদেরই দেশে। তার ওপর ভাইটাল প্লেয়ারের সবাইকেই পাচ্ছেন কোচ তিতে, সব মিলে ব্রাজিলের পারফরমেন্সে যোগ হয়েছে এক অন্য মাত্রা।
ব্রাক টু ব্যাট কোপার শিরোপা জিততে হলে ব্রাজিলকে জিততে হবে আর দুইটা ম্যাচ। গেলবার যে পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা সেই পেরুর বিপক্ষে এবার সেমিফাইনাল। এ আসরেও গ্রুপ পর্বে ওদেরকে এক হালি গোল দিয়েছে তিতের ছেলেরা, তাই আত্মবিশ্বাসে টইটুনম্বুর ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গেলবারের কোপায় নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল, ইনজুরির কারণে টুর্নামেন্টেই ছিলেননা দলের সেরা তারকা। তবে এবার সবাই ফিট। অ্যাটাকিংয়ে নেইমার যদি হয় ব্রাজিলে প্রাণ ভোমরা, তবে মিডফিল্ডে ক্যাসেমিরো আর ডিফেন্সে থিয়াগো সিলভা। আর গোলবারে তো অ্যাসিস-এডারসনের যেই নামুক পারফর্ম করবেন টপ ক্লাস নি:সন্দেহে।
চলতি আসরে ব্রাজিল এখন পর্যন্ত খেলেছে ৫ ম্যাচ যার ৪টাতে জয়, আর বাকিটা ড্র। যদিও সেটাতে তিতে নামিয়েছিলেন ২য় সারির দল। এই ৫ ম্যাচে মোট ১১ গোল দিয়ে মোটে ২টা হজম করেছে সেলেসাওরা। হোস্টদের জন্য আরও ইতিবাচক খবর, স্কোর শিটে নাম তুলেছেন তাদের মোট ১০ জন। বোঝাই যাচ্ছে টিম হিসেছে দুর্দান্ত খেলছে ব্রাজিল।
এত হিসেব নিকেশের পর পেরুকে ছোট করে দেখার সুযোগ নাই। নকআউট স্টেজে ঘটে যেতে পারে যেকোন কিছু। কোয়ার্টারেও চমক দেখিয়েছে পেরুভিয়ানরা। তার সেমিফাইনালে পেরুর বিপক্ষে সাবধানীই থাকবেন ব্রাজিল বস তিতে।
সেরা টিভি/আকিব