স্টাফ রিপোর্টার:
ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দীর্ঘ আড়াইমাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে অক্সিজেন আমদানি শুরু হয়েছে আজ। স্থলবন্দর থেকে অক্সিজেনের চালান অগ্রাধিকার ভিত্তিতে খালাস দেয়া হচ্ছে। এক সপ্তাহে ভারত থেকে ৩শ’ টনের বেশি অক্সিজেন আমদানি হয়েছে।
এর আগে, ভারতে করোনার ব্যাপক সংক্রমণের কারণে সংকট দেখা দেয়ায়, গেল ২১শে এপ্রিল বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়। দেশের চিকিৎসাখাতে অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আসে ভারত থেকে। বেনাপোল বন্দর দিয়েই প্রতি বছর আমদানি হয় ৩০ হাজার মেট্রিক টন তরল অক্সিজেন।
সেরা টিভি/আকিব