সপ্তম দিনেই লকডাউনে শিথিলতা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সপ্তম দিনেই লকডাউনে শিথিলতা - Shera TV
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সপ্তম দিনেই লকডাউনে শিথিলতা

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:

সারা দেশে কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে দেশজুড়ে কিছুটা শিথিলতা দেখা যাচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও মাঠে থাকলেও মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। তবে, আইন ভাঙলেই নেয়া হচ্ছে ব্যবস্থা।

চট্টগ্রামে নগরীর প্রধান দুই প্রবেশমুখ সিটি গেট ও কর্ণফুলী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সেনাবাহনী। নগরীর ভেতরে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। বুধবার (৭ জুলাই) সকালে কড়াকড়ি না থাকায় চলাচল করতে দেখা গেছে কিছু গণপরিবহণও।

এদিকে, করোনার হটস্পট খুলনায় সড়কে যানবাহন ও জনসমাগম বেড়েছে। অপ্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের আনা হচ্ছে আইনের আওতায়। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, রংপুরে অনেকেই মানছে না বিধিনিষেধ। নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলের সংখ্যা বেড়েছে। অনেককেই দোকানপাট খুলতেও দেখা গেছে। যদিও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছে জেলা প্রশাসন।

আর, কঠোর বিধিনিষেধ কার্যকরে বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের অর্থদণ্ড করা হচ্ছে।

এদিকে, সিলেটে বিভিন্ন সড়কে রিকশার পাশাপাশি সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহন চলেছে। দোকানপাট, শপিং মল বন্ধ থাকলেও অলিতে-গলিতে কিছু দোকানপাট খোলা রাখেন ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি টহল দিচ্ছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী।

এছাড়া রাজশাহী, মাদারীপুর ও ময়মনসিংহ সহ সারাদেশে কঠোর বিধিনিষেধে গণপরিবহন ছাড়া সড়কে চলছে সব ধরনের যানবাহন। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও জনসাধারণকে মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360