স্পোর্টস ডেস্ক:
টেস্টের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর অবসরের ইচ্ছা প্রকাশ করেছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টিম মিটিংয়ে টেস্ট থেকে অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে, বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। এমনকি মাহমুদউল্লাহ রিয়াদ নিজেও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
যদি সত্যি টেস্ট থেকে অবসর নেন তাহলে হারারে টেস্টের পরই সাদা পোশাকে আর দেখা যাবে না টাইগারদের টি-২০ ক্যাপ্টেনকে। প্রায় ১৭ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নেমে প্রথম ইনিংসে দলের হয়ে হার না মানা ১৫০ রানের ইনিংস খেলেন রিয়াদ। হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষবারের মত ব্যাট হাতে দেখা যাবে এই টাইগারকে।
২০০৯ সালে কিংস্টোনে স্বাগতিক ওয়েস্টইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়ে চলমান টেস্টের আগ পর্যন্ত ৪৯ ম্যাচে ৩১.৭৭ গড়ে করেছেন ২ হাজার ৭৬৪ রান। ৪ সেঞ্চুরি আর ১৬ হাফ সেঞ্চুরি রয়েছে নামের পাশে।
সেরা টিভি/আকিব