কোরবানীর হাট মাতাতে প্রস্তুত হচ্ছে টাঙ্গাইলের 'হিরো আলম' - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
কোরবানীর হাট মাতাতে প্রস্তুত হচ্ছে টাঙ্গাইলের 'হিরো আলম' - Shera TV
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

কোরবানীর হাট মাতাতে প্রস্তুত হচ্ছে টাঙ্গাইলের ‘হিরো আলম’

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

অনলাইন ডেস্ক:

হিরো আলম সারাদেশে একটি আলোচিত-সমালোচিত নাম। মিউজিক ভিডিও, সিনেমা ও বর্তমানে বিভিন্ন দেশের ভাষায় গান গেয়ে তুমুল আলোচিত তিনি। তার নামেই নিজের এই প্রিয় ষাঁড়ের নাম ‘হিরো আলম’রেখেছে এর মালিক জয়নব বেগম। ষাড়টি এখন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের খামারে যত্নে লালন করা হচ্ছে।

এটি মূলত ফ্রিজিয়ান জাতের ষাঁড়। বয়স প্রায় ৪ বছর, লম্বায় সাড়ে ৮ ফুট। এর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। হিরো আলমের নামে ষাঁড়টি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা কামরুজ্জামানের খামারে ভিড় করছেন। প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগম জানান, প্রায় দেড় বছর আগে পাবনা থেকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে ষাঁড়টি কেনেন তিনি। এরপর একে প্রাকৃতিক খাবার খাইয়ে পরম যত্নে লালন-পালন করেছেন।

তার খামারের এই ষাঁড়টি দেলদুয়ার উপজেলার সবচেয়ে বড় গরু বলে দাবি করেন জয়নব বেগম। ষাড়ের এমন নামকরণের সম্পর্কে জয়নব বলেন, নামের জনপ্রিয়তার ভিত্তিতেই এ নামকরণ। অনেকেই তো গরুর নাম শাকিব খান, ডিপজল, সুলতান, সিনবাদ, মানিক, রতন, রাজা-বাদশা, খোকাবাবু ইত্যাদি রাখে। আমিও তাদের মতো আমার গরুর নাম রেখেছি হিরো আলম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনায়েত করিম বলেন, ‘দেলদুয়ারের ‘হিরো আলম’এলাকা ব্যাপক সাড়া ফেলেছে। এই লকডাউনেও একে দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। ষাঁড়টি উপজেলার মধ্যে সবচেয়ে বড়। হিরো আলম বিক্রিতে আমরাও জয়নব বেগমকে সার্বিকভাবে সহযোগিতা করব।’

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360