স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড নামে একটি জুস তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই নারীসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। কারখানার ভেতরে আটকা পড়েছেন অনেকে। আট ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটির ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, সিলেটের যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী (৪৫) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার উত্তরকান্দা এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার (৪১)। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোরসালিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সেরা টিভি/আকিব