স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউনের নবম দিনে নির্দেশনা অমান্য করে রাজধানীতে ঘোরাঘুরির অভিযোগে ৫৮৫ জন মানুষকে গ্রেপ্তার ও ৪১৪টি গাড়ির চালকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে ১২৯ জন মানুষ ও প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ৪১৪টি গাড়িকে প্রায় নয় লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ডিএমপির আটটি বিভাগের অভিযানে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, লকডাউনের নবম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, সরকার করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ নবম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় এবং লকডাউনের মধ্যে প্রতিষ্ঠান খোলা রাখায় মোবাইল কোর্টে ১২৯ জনকে ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪১৪ টি গাড়ির বিরুদ্ধে মামলায় ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বলে জানান তিনি।
দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তা প্রতিরোধে পহেলা জুলাই থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ৫ জুলাই আরেক দফায় চলমান কঠোর বিধি-নিষেধের মেয়াদ ১৪ই জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর থেকে লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলাবাহিনী।
সেরা টিভি/আকিব