স্টাফ রিপোর্টার:
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুকে জামিন দিয়েছে আদালত।
আজ রবিবার (১১ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে জামিন দেন।
এর আগে, গত ৫ই জুলাই ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দকৃত অর্থের চেয়ে কম মূল্যের খাবার নিয়ে রিপোর্ট করেন ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিবেদক তানভীর হাসান। এছাড়া, দুটি সংবাদপত্র ও দুটি অনলাইন নিউজ পোর্টালেও এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এ সংবাদ ভিত্তিহীন দাবি করে টিভি রিপোর্টার, পত্রিকা ও নিউজ পোর্টাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মোহাম্মদ নাদিরুল আজিজ।
গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তানভির হাসান তানু, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু সহ অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়।
সেরা টিভি/আকিব