করোনা সংক্রমণ কমায় কফি! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
করোনা সংক্রমণ কমায় কফি! - Shera TV
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ কমায় কফি!

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

লাইফস্টাইল ডেস্ক:

গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর সংক্রমণ নিয়ন্ত্রণে নানামুখী গবেষণা চলছে। এমনই একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন এক কাপ কফি পানে ভাইরাসটিতে সংক্রমণের ঝুঁকি এক-দশমাংশ পর্যন্ত কমে যেতে পারে। এমন গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এতে বলা হয়েছে, দিনে শুধু এক কাপ কফি পান করলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি এক-দশমাংশ কমে যায়। কারণ কফিতে থাকা বিশেষ পদার্থ করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো বাড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ৪০ হাজার প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকের রেকর্ড বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে এসেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস, কফিতে উদ্ভিজ এমন সব রাসায়নিক পদার্থ আছে, যা মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

গবেষণার বরাত দিয়ে ডেইলি মেইল আরো জানিয়েছে, নিয়মিত ভিত্তিতে কিছু সবজি খেলেও একই রকম ফল পাওয়া যেতে পারে। তবে প্রক্রিয়াকরণ মাংস খেলে তা হীতে বিপরীত তথা করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। নিউট্রিয়েন্টস জার্নালে ইতোমধ্যে এসব তথ্য প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমটি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360