স্টাফ রিপোর্টার:
ব্রাজিলকে ধরাশায়ী করে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। প্রিয় জন্মভূমির দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু দুর্ভাগ্য! শিরোপা উৎসবটা দেখে যেতে পারলেন না ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ডিয়েগো ম্যারাডোনা। এ ফুটবল কিংবদন্তি না ফেরার দেশে চলে গেছেন গত বছরের নভেম্বরে।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রয়াণের বছর না ঘুরতেই শিরোপা পেল আর্জেন্টিনা। তবে শিরোপা জিতে দেশের ফুটবল ঈশ্বরকে ভুলে যাননি। তাই তো লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাকর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েই কিংবদন্তি ম্যারাডোনাকে শিরোপা উৎসর্গ করেছেন আলবিসেলেস্তে ক্যাপ্টেন মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ম্যারাডোনাকে ট্রফি উৎসর্গ করে মেসি লিখেন, ‘আমার পরিবার যারা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে; আমার বন্ধুরা, যাদের আমি অনেক ভালোবাসি; ওই সব মানুষ যারা কঠিন এই ভাইরাসের সময়ে সমর্থন দিয়েছেন; বিশেষ করে আর্জেন্টিনার সাড়ে চার কোটি মানুষ। এটা আপনাদের সবার জন্য। এবং অবশ্যই ডিয়েগোকে (ম্যারাডোনা) এই সাফল্য উৎসর্গ করতে চাই। যিনি আমাদের সমর্থন করেছেন, যেখানেই থাকুন না কেন।’
সেরা টিভি/আকিব