অনলাইন ডেস্ক:
ভারতের দক্ষিণের রাজনীতিতে রুপালি পর্দার তারকারা পা রাখেন, সাফল্যও আনেন। সেই পথেই হাঁটছিলেন তামিল ও তেলেগু সিনেমার অন্যতম সেরা সুপারস্টার অভিনেতা রজনীকান্ত। কিন্তু তিনিই বোমা ফাটালেন সোমবার। ভবিষ্যতে আর কোনোদিন তিনি রাজনীতিতে আসবেন না বলে সাফ জানিয়ে দিলেন এদিন।
দক্ষিণের এই মহাতারকা যে পথে হেঁটেছেন তাতেই সাফল্য এসেছে। রাজনীতির ক্ষেত্রেও তেমন আশা ছিল সকলের। কিন্তু হঠাৎই ছন্দপতন। দলের সঙ্গে বৈঠক করে সুপারস্টার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন।
তিনি সকলের উদ্যেশ্যে জানান, ‘ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই আমার। ২০১৮ সালে যে দল তৈরি হয়েছিল ‘রজনী মক্কল মন্দ্রম’ নামে, তা ‘রজনীকান্ত রাসিগর নরপানি মন্দ্রম’ হয়ে যাবে। আগামী দিনে এটি রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরাম হিসাবেই কাজ করবে।
দলের সঙ্গে বৈঠকে বসার আগে সোমবার রজনীকান্ত সাংবাদিকদের বলেন, ‘আগামী দিনে আমি রাজনীতিতে আসব কিনা, তা নিয়ে জল্পনা চলছেই। এই বিষয়ে আলোচনা করতেই আজ বৈঠকে এসেছি। এতদিন নানা বিষয়ে আটকে ছিল, করোনা আবহ, কাজের ব্যস্ততা, শুটিং এবং আমার শারীরিক অবস্থার জন্য কর্মীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আজ দেখা করে কথা বলব সব বিষয় নিয়ে।’
এর পরই বৈঠক থেকে বেরিয়ে বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন থালাইভা। তাঁর মতে, বিশেষ কারণে আমরা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছি। তাই এই মুহুর্তে শুভারম্ভ হবে না। রাজনীতি ছাড়ার কারণ বলতে এটুকুই। এর বেশি কিছু জানাননি রজনীকান্ত।
সেরা টিভি/আকিব