স্টাফ রিপোর্টার:
রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা কম। এদিকে বিধিনিষেধ শিথিলের আগেই শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে যাত্রীচাপ বেড়েছে। ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিকসহ যাত্রীদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী। আর অনলাইনে ট্রেনের টিকিট পেতে বিড়ম্বনায় পড়েছেন অনেকে।
করোনা সংক্রমণ মোকাবিলায় কঠোর বিধিনিষেধের শেষদিনে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কম। অকারণ চলাচল ঠেকাতে সড়কে রয়েছে পুলিশের তৎপরতা।
এদিকে কঠোর বিধিনিষেধ শিথিলের খবরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রীচাপ বেড়েছে। বুধবার (১৪ জুলাই) ভোরে ঢাকা ও দক্ষিণবঙ্গগামী ২১ জেলার যাত্রীদের ভিড় বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিতে যাত্রীদের উপস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
এই নৌরুটে ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ১০টি। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, উপযুক্ত কারণ না দেখালে ফিরিয়ে দেয়া হচ্ছে গাড়ি। নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
এদিকে ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে যাত্রীসহ লঞ্চ মালিকদেরও জরিমানা করা হবে বলে সর্তক করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার যে নির্দেশনা ও সুবিধাগুলো দিয়েছে, সদরঘাটে যখন ঢাকা ছেড়ে যাওয়ার জন্য আসবেন তখন এগুলো মানতে হবে। মাস্ক পরিধান অবশ্যই করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত নৌযান চলবে।
ঈদুল আজহা উপলক্ষে মধ্যরাত থেকে ৮ দিন স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস-ট্রেন-লঞ্চ। খোলা থাকবে মার্কেট-শপিংমল।
সেরা টিভি/আকিব