স্টাফ রিপোর্টার:
কোরবানির ঈদের কঠোর বিধিনিষেধের সময়ও শিল্প-কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছে পোশাক প্রস্তুতকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় তিনি বলেন, ‘কঠোর বিধিনিষেধ চলতে থাকলে শিল্পখাতে ধস নামবে।’ সব শিল্প কারখানা বন্ধের সিদ্ধান্ত হলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সমস্যায় পড়বে বলেও জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।
দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস বিধিনিষেধের আওতামুক্ত রাখতে সিদ্ধান্তি পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলেও জানান বিজিএমইএ সভাপতি।
এক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনও আশ্বাস মিলেছে কি না এমন প্রশ্নে ফারুক হাসান জানান, ‘আমরা শিল্প কারখানা খোলা রাখার দাবি জানিয়েছি। বিষয়টি নিয়ে শনিবার বৈঠক হওয়ার কথা রয়েছে।’
করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিলেও কোরবানির ঈদ উপলক্ষ্যে জীবন-জীবিকার প্রশ্নে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে, ঈদের পর ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি নির্দেশনায় জানানো হয়েছে এবারে ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধে শিল্প-কারখানা বন্ধ থাকবে।
সেরা টিভি/আকিব