স্টাফ রিপোর্টার:
ঈদের পর লকডাউনের সময় শিল্প-কারখানা খোলা রাখার জন্য উদ্যোক্তাদের দাবির বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সোমবারের মধ্যে এ দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঈদের পর শিল্প-কারখানা খোলার বিষয়ে শনিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, লকডাউনের সময় কারখানা খোলা রাখা হবে কিনা এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে কারখানা খোলা রাখার জন্য চাপ দেওয়া হচ্ছে। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু শনিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ শিল্প কারখানা খোলার সঙ্গে যেমন অর্থনীতি জড়িত তেমনি করোনা মহামারি থেকে বেঁচে থাকাটাও জরুরি।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বস্ত্র ও তৈরি পোশাক খাতের পাঁচটি সংগঠনের নেতারা বৈঠকে করে ঈদের পর লকডাউনে কারখানা খোলা রাখার সরকারি সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেন তারা। এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের পর লকডাউনের ১৪ দিন সব ধরনের শিল্প-কারখানা বন্ধ থাকবে।
সেরা টিভি/আকিব