স্টাফ রিপোর্টার:
তুমুল আলোচনায় থাকা ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নোটিশে গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষা এবং ডিজিটাল কমার্স খাতের ওপর নেতিবাচক প্রভাব প্রতিরোধের লক্ষ্যে ইভ্যালির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া কোম্পানিটির ব্যবসাপদ্ধতি এবং বর্তমান অবস্থা থেকে উত্তরণের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের কাছে এই ব্যাপারে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১ আগস্টের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রবিবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের জবাব দিতে প্রতিষ্ঠানটিকে ‘কারণ দর্শানোর সুযোগ’ দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, গ্রাহকদের কাছ থেকে তারা যে টাকা নিয়েছে, তা তারা কীভাবে ফেরত দেবে সে বিষয়ে তাদের ব্যাখ্যা জানতে চাওয়া হবে।
সেরা টিভি/আকিব