সেরা টেক ডেস্ক:
পৃথিবীতে জনসংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। একটা সময় আসবে যখন পৃথিবীতে মানুষের আর থাকার জায়গা থাকবে না। টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক বলছেন, এবার মঙ্গল গ্রহে কলোনি বা বসতি গড়ার কাজ শুরু হওয়া উচিত।
সম্প্রতি এক টুইট করেছেন মাস্ক। তাতে তিনি লিখেছেন, ‘আমি এক ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি। জনসংখ্যার বিস্ফোরণ কতটা বড় সমস্যা মানুষ বুঝছে না। এই সমস্যা একমাত্র পৃথিবীরই। মঙ্গলের চাই মানুষ, কারণ সেখানে একটাও মানুষ নেই। পৃথিবীতে অন্যান্য প্রাণের অভিভাবক মানুষই। মঙ্গলে প্রাণ আনা যাক!’
মঙ্গলে ‘কলোনাইজেশন’ নিয়ে অনেকদিন ধরেই কথা বলে আসছেন এলন মাস্ক। তবে বিষয়টা খরচসাপেক্ষ তাতে সন্দেহ নেই। কিন্তু নতুন এই টুইট নিয়ে অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন। মাইক্রোব্লগিং সাইটে এক ব্যক্তি লিখেছেন, জনসংখ্যার বিস্ফোরণ অবশ্যম্ভাবী, তবে ভালো লাগছে যে আপনি এ বিষয়ে সদর্থক ভূমিকা নিচ্ছেন।
এই মুহূর্তে বিশ্বের ধনকুবেররা মহাকাশ ভ্রমণের ধূম লাগিয়েছেন। ভার্জিন গ্যালাকটিকের মালিক রিচার্ড ব্র্যানসন মহাকাশ ভ্রমণের অব্যবহিত পরেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস মহাকাশে ১০ মিনিটের সফর করে এলেন।
সেরা টিভি/আকিব