অনলাইন ডেস্ক:
বুলেট ট্রেনকেও যেন হার মানালো। কল্পনার চেয়েও এগিয়ে তার গতি। ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতি তোলার সক্ষমতা সম্পন্ন এমনই একটি ট্রেন উন্মোচন করেছে চীন। নাম ম্যাগলেভ। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বোচ্চ এই গতির ট্রেনটিকে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থলযানের স্বীকৃতি এনে দিতে পারে। চীনের নিজস্ব প্রযুক্তিতে উপকূলীয় শহর শিংদাওয়ে ট্রেনটি তৈরি করা হয়েছে। বিদ্যুৎ-চৌম্বকীয় শক্তি ব্যবহার করে ম্যাগলেভ ট্রেন লাইনের ওপর ‘ভাসমান’ থাকে। ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতিতে চললে এই ট্রেনটির বেইজিং থেকে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরের বাণিজ্য নগরী সাংহাই যেতে মাত্র আড়াই ঘণ্টা সময় লাগবে।
বাধ্য হয়ে বাপ-ছেলের যৌন নির্যাতন মেনে নেন জোছনা একই ভ্রমণে যেখানে বিমানে লাগবে তিন ঘণ্টা । অত্যন্ত ব্যয়বহুল হলেও জাপান, জার্মানি সহ অনেক দেশই এই ট্রেন চালু করার কথা ভাবছে বলেও জানা যায়।
সেরা টিভি/আকিব