স্টাফ রিপোর্টার:
মুনিয়া আত্মহত্যার প্ররোচনা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অব্যাহতির আবেদনসহ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। গত ১৯ জুলাই ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে এটি জমা দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ে। এই মামলার তদন্তে মুনিয়া আত্মহত্যা ঘটনার সঙ্গে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বরং তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামালা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
না পাওয়ায় তাকে এই মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয় চূড়ান্ত প্রতিবেদনে।
সেরা টিভি/আকিব