যাদের জন্য চালু থাকবে অভ্যন্তরীন ফ্লাইট - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যাদের জন্য চালু থাকবে অভ্যন্তরীন ফ্লাইট - Shera TV
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

যাদের জন্য চালু থাকবে অভ্যন্তরীন ফ্লাইট

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:
শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪ দিনের কঠোর লকডাউন। এই সময়ে বন্ধ থাকবে সব ধরণের পরিবহন ও শিল্প কারখানা। শুধু জরুরি সেবা কর্মীরা কাজে যেতে পারবেন। তাদের জন্য নির্ধারিত পরিবহনও চলাচল করতে পারবে। বিদেশগামী এবং বিদেশ থেকে আসা যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচল করতে পারবেন। বৃহস্পতিবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে শুধু বিদেশি যাত্রীদের বহন করতে পারবে। বিদেশ থেকে এসেছেন কি না বা বিদেশে যাবেন কি না সেটি নিশ্চিতে যাত্রীকে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখাতে হবে। সেটি দেখেই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস দিতে হবে। সরকার-নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে। এর আগে গত ১লা জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ই জুলাই থেকে ২৩শে জুলাই সকাল ছয়টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করা হয়। ২৩ জুলাই সকাল ছয়টার পর থেকে আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা আগেই দিয়ে রেখেছে সরকার।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360