নূর মোহাম্মদ ইয়ন,গফরগাঁও(ময়মনসিংহ):
বৈশ্বিক মহামারি রোধকল্পে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে , সেই সর্বাত্মক বিধিনিষেধ(লক-ডাউন) এর ৩য় দিন যা আগামী ৫ আগস্ট
পর্যন্ত বহাল থাকার থাকার নির্দেশ রয়েছে এখন পর্যন্ত।
বাংলাদেশে করোনাভাইরাসের চলমান ঢেউ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ।
কেবল শনাক্ত আর মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড নয়, বরং স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও ধীরে ধীরে বাড়ছে।
তাই এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী এক যুগে কাজ করে যাচ্ছেন গফরগাঁও উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। গফরগাঁওয়ে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ১১টি মামলার বিপরীতে দুই হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৫ জুলাই) পৌর শহরের গো-হাটা এলাকায় সেনা সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম চালানো হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম আদালত পরিচালনা করেন।
ইউএনও মো. তাজুল ইসলাম বলেন, করোনার উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। স্থানীয় প্রশাসন লকডাউন বাস্তবায়নে সবার্ত্মক প্রচেষ্টা চালাচ্ছেন এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
সেরা টিভি/আকিব