কিছু উদ্ভিদ থাকে বিষাক্ত, ফলে কেউ তাকে খেয়ে ফেলতে পারে না। এটাই তার সুরক্ষা। কিছু গাছের আত্মরক্ষায় জন্য থাকে কাটা। তেমন করেই একটি লিথপস্ নিজেকে পাথরের সাথে মিলে মিশে পাথর হবার ভান করে। সাউথ আফ্রিকাতে রক কুরানোর সময় কেউ হয়তো ভুল করে লিথপস্ কুড়িয়ে নিতে পারেন পাথর ভেবে। বিশ্বের বিভিন্ন দেশে ডজনের উপর লিথপসে্র প্রজাতি রয়েছে। সাধারণত পানি কম পেলে এরা নিজেকে এত ছোট করে ফেলে যে, প্রায়ই পাথরের সাথে মিশে থাকে। মজা করার জন্য মানুষ লাগায় এই উদ্ভিদ কারন এ এক মজার উদ্ভিদ। সেই সাথে এ দেবে সাদা,হলুদ বা গোলাপী রঙ এর ডেইজি টাইপের ফুল।
সেরা টিভি/আকিব