স্টাফ রিপোর্টার:
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে যে কঠোর লকডাউন চলছে, তা শিথিল হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। মঙ্গলবার সচিবালয়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনাসভায় এ কথা জানান তিনি।
মাঠের চিত্রে লকডাউন অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়েছে জানানো হলে- আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শিল্পকারখানা খোলা সংক্রান্ত ইস্যুতে নিয়ে বলেন, ৫ আগস্টের আগে শিল্পকারখা খোলা যায় কি-না সে বিষয়ে শিল্পপতিসহ অনেকেই সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু এই অনুরোধ সম্ভবত রাখতে পারছি না।
৫ আগস্টের পর লকডাউন আরও বাড়ানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে। এর আগে গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বয়স্ক ব্যক্তিকেই টিকার আওতায় আনা হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। ইউনিয়ন পরিষদ, গ্রাম, এমনকি ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সাধারণ মানুষকে টিকা দেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
সেরা টিভি/আকিব