স্টাফ রিপোর্টার:
দেশে গেল ২৪ ঘণ্টায় ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৮১ জনই রাজধানীর আর ঢাকার বাইরে ১৩ জন। এখন পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৬৪২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৬১৮ জন, আর বাকি ২৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ২ হাজার ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৬৪৬ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান -আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সেরা টিভি/আকিব