স্টাফ রিপোর্টার:
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করায় ফারজানা বিন নূর নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
মৃত ফারজানার মা হোসনে আরা বলেন, বিকালে আমার মেয়ে বাথরুমে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সোয়া ছয়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসনে আরা বলেন, আমার মেয়ে অনেক ভালো ছাত্রী ছিল। এই বছর সে এইচএসসি পাস করেছে। আমরা তাকে সিটি কলেজে ভর্তি করেছিলাম। কিন্তু সে ওখানে পড়বে না। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাইলাম, কিন্তু পড়বে না। সে তার বড় বোনের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। তাকে বললাম তোমার বাবা তো এখন চাকরি করেন না, এত টাকা দিতে পারব না। এটা নিয়ে অভিমান করে বিকালে গোসল করতে গিয়ে বাথরুমের ঝর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সেরা টিভি/আকিব