স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর চান্দিনা উপজেলার ছর গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে চতুর্থ জানাজা শেষে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজ বেলা ১১টায় চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় জানাজা ও দোল্লাই নবাবপুর হাই স্কুল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুলহাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেরা টিভি/আকিব