স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার দর্শনায় মোবাইলে গেমস্ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুপুরে উপজেলার ঈশ্বরচন্দ্রপুরের বড় মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সুজন ও জাকির একসঙ্গে ফ্রি-ফায়ার গেমস্ খেলছিল। এর এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ইলফাজ নামে একজন জাকিরের পক্ষ নিয়ে সুজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।
পরে সুজন জাকির ও ইলফাজকে মারধর করে। এর প্রতিবাদ করলে ইলফাজের বাবা শহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সুজন। বাধা দিতে গিয়ে ইলফাজও আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন পলাতক রয়েছে।
সেরা টিভি/আকিব