স্টাফ রিপোর্টার:
দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ২শ’ ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২শ’ ১৮ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৯ জন ভর্তি হন।
এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮শ’ ৬২ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮শ’ ২৮ জন ও ঢাকার বাইরে ৩৪ জন ভর্তি রয়েছেন। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজারের বেশি।
সেরা টিভি/আকিব