স্পোর্টস ডেস্ক:
মিশরকে হারিয়ে টোকিও অলিম্পিকে সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। ফলে অলিম্পিকের সোনা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। মিশরের বিরুদ্ধে ১-০ গোলে জিতে গতবারের অলিম্পিক্স খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে আরও একধাপ এগোল ব্রাজিল।
গতবারই দীর্ঘ হতাশার পর নিজেদের দেশে অলিম্পিক গোল্ড মেডেল জয়ের স্বপ্ন সার্থক করেছিল ব্রাজিল ফুটবল দল। নিজেদের খেতাবকে ডিফেন্ড করার লক্ষ্যে এদিন আরও একধাপ এগিয়ে গেল সেলেসাও বাহিনী। গোটা টুর্নামেন্ট জুড়েই ব্রাজিলের হয়ে ছন্দে দেখিয়েছে রিচার্লিসনকে। এদিন গোল না করলেও গোলের ঠিকানা লেখা পাসটি বাড়ান তিনি।
৩৭ মিনিটে ম্যাথিয়াস কুনিয়া ব্রাজিলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন। ম্যাচের ৮৭ মিনিটে গোল করার মিশরের হয়ে আক্রম তৌফিক গোল করার সুযোগ পেলেও ব্রাজিলের খেলোয়াড়রা তা ক্লিয়ার করতে সক্ষম হয়। গোটা ম্যাচে নিজেদের সেরা ফর্মে না খেলেই অনায়াসে মিশরকে পরাস্ত করে সেলেসাও বাহিনী। সেমিফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।
অন্যদিকে, আইভরি কোস্টকে ৫-২ হারিয়ে সেমিফাইনালে উঠল স্পেন। সেমিফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল, স্পেন মাঠে নামবে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে। যদিও মাত্র দিন কয়েক আগে ব্রাজিল ও স্পেন, দুই দলই যথাক্রমে কোপা আমেরিকা এবং ইউরোর খেতাব জয়ের কাছে গিয়েও খালি হাতেই ফিরেছিল। তবে আন্তর্জাতিক স্তরে না হলেও অলিম্পিক্সের শেষে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখল দুই দলই।
সেরা টিভি/আকিব