স্পোর্টস ডেস্ক:
টোকিও অলিম্পিক্সের দ্রুততম মানব ইতালির মার্সেল জ্যাকবস। ৯ দশমিক আট শূন্য সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ১০০ মিটার স্প্রিন্ট। এছাড়া দিনের নবম দিনে রেকর্ড গড়ে আরো দুই স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সাতারু কেলেব ড্রেসেল, মোট পাঁচ স্বর্ণ নিয়ে নিজের মিশন শেষ করেছেন এই সুইমার। আর টেনিসে ছেলেদের এককের শিরোপা জিতেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জেভেরেভ।
বিশ্ব সেরা দ্রুততম মানব হওয়ার প্রতিদ্বন্দ্বিদের লাইন আপ। যুক্তরাষ্ট্রের দুই, আর একজন করে যুক্তরাজ্য, চিন, নাইজেরিয়া, ইতালি, কানাডার অ্যাথলেট তৈরি ১০০ মিটার স্প্রিন্টের স্নায়ুক্ষয়ী যুদ্ধের জন্য। রানআপের শুরুতে অধীর অপেক্ষা লাস্ট ফায়ারের।
মার্সেল জ্যাকব্স, সময় নিলেন ৯ দশমিক ৮০ সেকেন্ড। দ্রুত মানবের মুকুট চলে গেলো ইতালিতে। জ্যাকবসের পরে যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি, তারপরে দৌড় শেষ করলেন কানাডার আন্দ্রে ডি গ্রাস। গেমসের নবম দিনে এসে জোড়া স্বর্ণ পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের সাতারু কেলেব ড্রেসেল। ৫০ মিটার ব্যক্তিগত ফ্রি-স্টাইলে সোনার পদকের জন্য সময় নিয়েছেন ২১.০৭ সেকেন্ড।
এরপর ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে। বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতে কেলেবে ড্রেসেল অ্যান্ড কোম্পানী। ড্রেসেল, রায়ান মারফি, মাইকেল অ্যান্ড্রু ও জ্যাক অ্যাপল মিলে সময় নিয়েছেন ৩ মিনিট ২৬.৭৮ সেকেন্ড। সব মিলিয়ে টোকিও অলিম্পিক্সের সাঁতার থেকে পাঁচ স্বর্ণ নিজের করে নিলেন কেলেব ড্রেসেল।
রেকর্ড ৭ পদক জিতে টোকিও অলিম্পিক্স শেষ করলেন অস্ট্রেলিয়ান সাতারু এমা ম্যাককিওন। নিজের ইভেন্টের শেষ দিনে ৫০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণ নিজের করে নেন এই অজি সুইমার। এরপরই ১০০ মিটার মিডলে রিলেতে এমা ম্যাককিওন পেয়েছেন দলগত সোনা জয়ের স্বাদ। এদিন অস্ট্রেলিয়ার স্বর্ণ জয়ের মিশনে সাইক্লিংয়ের বিএমএক্স ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন লোগান মার্টিন।
রাশিয়ার কারেন খাচানোভকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে অলিম্পিকের পুরুষ একক টেনিসে সোনা জিতেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। স্টেফি গ্রাফের পর এই প্রথম কোনো জার্মান তারকা অলিম্পিকে সোনা জিতলেন। এর ফলে আট বছর পর পুরুষ টেনিসে নতুন চ্যাম্পিয়ন দেখল অলিম্পিক। আগের দুবার সোনা জিতেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে।
সেরা টিভি/আকিব