সেপ্টেম্বরে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসিবি। এমন খবর দিচ্ছে ইংল্যান্ডের ডেইল মিরর, দ্য টেলিগ্রাফ ও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সেই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিতের খবর মিলেছে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে সেখানে হতে যাওয়া আইপিএলের বাকি অংশের খেলাকে গুরুত্ব দিচ্ছে ইসিবি।
ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, দুই দেশের তিনটি করে ম্যাচের আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ স্থগিত হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় ভাগে ইংলিশ ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সেরা টিভি/আকিব