স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নূরজাহান হোটেলের সামনে থেকে অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।
গত ২২শে জুলাই ১৪ বছর বয়সী এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে চান্দিনার তীরচর নয়াবাড়ি মসজিদের ইমাম আবুল বাশার। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে কৌশলে তার ভাইয়ের কাছে রেখে পালিয়ে যায় ইমাম। এ ঘটনায় ছাত্রীর বাবা চান্দিনা থানায় মামলা করে।
সেরা টিভি/আকিব