দুষ্টামির ছলে 'আই লাভ ইউ' বলায় দুইজনকে ছুরিকাঘাত - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
দুষ্টামির ছলে 'আই লাভ ইউ' বলায় দুইজনকে ছুরিকাঘাত - Shera TV
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

দুষ্টামির ছলে ‘আই লাভ ইউ’ বলায় দুইজনকে ছুরিকাঘাত

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার:

দুষ্টামির ছলে ‘আই লাভ ইউ’ বলায় পটুয়াখালীর কলাপাড়ায় দুই জেলেকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগে জালাল ফকির (৪৫) নামের অপর এক জেলেকে আটক করেছে পুলিশ। আটককৃত জালাল ফকির পাশ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে। আহত দুই জেলের বাড়ি বাবলতলা এলাকায়।

রবিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে জেলে ছালাম ও সোহেলের পেটে ছুরিকাঘাত করে জালাল। গুরুতর আহত অবস্থায় সালামকে স্থানীয়রা রাতেই উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করে। এসময় আহত অপর জেলে সোহেলকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ জানায়, আহত দুই জেলে এবং আটককৃত জেলে উভয় পক্ষই বাবলাতলা বাজার সংলগ্ন ঢোসের খালে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় পাশাপাশি ট্রলারে অবস্থানরত ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান জালালকে দুষ্টামির ছলে ‘আই লাভ ইউ’ বলে। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ওই ট্রলারে মাটির চারা (ইলিশের জালে ব্যবহৃত) নিক্ষেপ করে। এ ঘটনার পর উভয়পক্ষ বাবলাতলা বাজারে গেলে সেখানে ফের এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায় ছালামের পেটে ছুরিকাঘাত করে জালাল। এসময় ছালামকে বাঁচাতে গিয়ে সোহেলও ছুরিকাঘাতে আহত হয়। পরে স্থানীরা জালালকে গণধোলাই দিয়ে ছুরিসহ আটক করে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে জালালকে রাতেই আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360